দাঁড়িয়ে আছি বধ্যভূমির বুকে,
ঘাসগুলো সব হলো ফিকে রক্ত ধারার সুখে।
সেথায় ছিলো তাজা ঘাসে ছিলো সজীব প্রাণে,
জলের সুধা পান করে সব খাঁড়া ছিলো জানে।
দেখতে পেতো আকাশ তারা খাঁড়া ছিলো বলে,
এখন দেখি সেথায় কেবল রক্ত মেখে জ্বলে।
ওদের বুকে লুটিয়ে পড়ে নানান রঙের প্রাণ,
অমন করে পড়েনি আর অতীত ম্রিয়মাণ।
সজীবতা কেড়ে নিলো আজকে যারা সুখে,
তাদের দেখি ঘাসগুলো সব ফিকে হয়ে রুখে।
অমন করে চললে পরে সজীব বাংলাদেশ,
ছাড়িয়ে যাবে যৌবনই যে করবে বয়স পেশ।
দেখতো সকল আকাশ মাঝে তারা গ্রহ শশী,
রক্তের ছায়া মাখছে সবাই এখন দেখি বসি।
লাল তারাতে, লাল শশাঙ্ক কিংবা লালের সূর্য,
এখন দেখি আকাশ মাঝে বাজায় সমর তূর্য।

তাই যেন মন সরব রয়ে করছে কেবল দ্রোহ,
বধ্যভূমির ডাক শুনেছি কেটেছে সব মোহ।