বলছি কথা নিজের সনে        শুনছি বহে হাওয়া,
তার মাঝেতে সাগর মাঝে  নিজের তরী বাওয়া।।
ধবল পালে বাতাস বহে         গান শুনিয়ে সরব রহে,
পালের গায়ে হাওয়ার যেন চলছে গীতি গাওয়া।।

হিমেল ছিলো হাওয়া রূপে রুদ্র ছিলো না যে,
তখন শুনি আকাশ গায়ে কৃষ্ণ মেঘ বিরাজে।
বিজুলি তার ছুটছে বেগে    হাওয়া সেথা আছে লেগে,
চিলেরা সব আকাশ ছাড়ে একা নিজের পাওয়া।।

অমন সময় মীনেরা সব সাগর 'পরে ভাসে,
আমার গায়ে ঘা দিয়ে যায় ভাবি ভালোবাসে।
রইনা আমি একলা একা    হয়েছে আজ সকল দেখা,
এখন কেবল পারের রেখা ফুটুক আমার চাওয়া।।

আঁধার ঘনায় রবি লুকায় দেখছি চারিদিকে,
চেয়ে আছি ভয় পেয়ে তাই সমুখ অনিমিখে।
কোথা না পাই পারের চিহ্ন    হৃদয় আমার হলো ছিন্ন,
আশার প্রদীপ নিবে গেছে  নিরাশ আসা যাওয়া।।

স্রোতের অনুকূলে চলি নিরুদ্দেশের ছলে,
দূর হতে কে ডাকে আমায় চক্ষু ভাসে জলে।
চেয়ে দেখি মরীচিকা          এই কি ললাট আছে লিখা,
মনের ভেতর সাহস রাখি     করছি তাঁরে ধাওয়া।।

বিভ্রম আমার কাটেনা আর চোখের দেখা ভুলি,
হাতে আমার কম্পাস আছে তারে মেলে তুলি।
দূরের পানে চেয়ে দেখি      বলছি না আর কিছু মেকি,
বিষণ্ণ চোখ দেখছে শুধুই আজব পারের ছাওয়া।।