বিথার করো ওহে তুমি আমার গানের মালা,
যেমন রবি চাঁদকে করে দিয়ে নিজের আলা।।
যেমন পাখি সকল দেশে গান শুনিয়ে চলে,
যেমন ভ্রমর সকল ফুলের মধু খেয়ে জ্বলে,
তেমনি আমায় করো বিথার এ পৃথিবীর বুকে
তাই অধুনা আমার গীতি তোমার দ্বারে ঢালা।।
করো বিথার কবির মত জোনাকি দেয় ভাতি,
কবির লেখা আকাশ জুড়ে মাখে প্রণয় ছাতি।
যেমন করে জোনাকি হে মাখে রাতের 'পরে
যেমন করে ঝিঁঝিঁ ডাকে আঁধার রাতের তরে,
তেমনি আমায় করো বিথার হবো প্রকাশ সুখে
বিথার হবার আশাতে হে বাড়ে মনে জ্বালা।।
আর যদি না তোমার সাধে আলেয়াটি জাগে,
তবে আমায় নাশ করো হে বিনাশ হবার আগে।
নাশ না দিলে আলেয়াতে আমায় তুমি ছাড়ো,
চাইনা আমি ত্বরা ক্ষতি গান লিখে যাই আরো,
বুড়ো দীপের মতন আমায় দিওনা না হে রুখে
সাজিয়ে যেন তুলতে পারি স্বীয় গানের ডালা।।