আমায় জাগিয়ে চলে গেলে তুমি পরের পানে,
জানো কিবা তুমি কিবা ঘটে চলে হৃদয় গানে।।
শোননি শোননি তুমি জানি আর,
মনের ভেতর অকূলপাথার,
এসে করে চলে শুধু চুরমার
সইছি বেদনা হারায়ে তোমারে নিজের প্রাণে।
আমায় জাগিয়ে চলে গেলে কেন পরের পানে।।

উত্তর আমি পাইনি আজকে পাবনা ভাবী,
তাই হয়ে গেছি আজকের তরে খুব হিসাবি।।
মেদুরতা আর নেই বলে হায়,
খুঁজে চলি আমি শেষ অধ্যায়,
তবু যে বইছে জীবনের বায়
জানি আমি আজ আমার হৃদয় তাইনা জানে।
তাই আমি ছুটি জীবনের তরে জবাব পানে।।

মিলবে কোথায় মনের কথার জবাব আজি,
পাইনা বলেই কথার জবাব ধরেছি বাজি।।
চৌদিকে যার শ্বাপদের ঘের,
তার কি মানায় আনন্দ ঢের,
ফিরে আসি তাই জীবনের ফের
গেয়ে চলি আমি সকল রাগিণী বিধুর তানে।
গানগুলো সব হয় ছাড়া ছাড়া আমার পানে।।

এভাবে চলেছি জীবনের সুরে কতেক পথে,
পাইনা তোমার মতন মধুর স্মৃতির স্রোতে।।
ভাবনার দোরে মাখি কারুকাজ,
কবিতার কাছে রাখিনা যে লাজ,
ভরে আছে গান হৃদয়ের ভাঁজ
ছুটে চলি পথে গান গেয়ে গেয়ে আপন টানে।
ফিরাও তোমার দু'চোখ অধুনা পথের পানে।।

বিরহের বাঁশি নীপের সহিত বলেছে কথা,
চাইছে সে বাঁশি আকুলতা মেখে কইতে ব্যথা।।
তবু যে পারিনা রাগিণীর তালে,
বলতে পারিনা ভালোবাসা ভালে,
আমি যে হারাই নিজের এ মালে
হারিয়ে তোমায় বলতে পারিনা কথা যে কানে।
বিরহের গান ম্লান হয়ে ছোটে তোমার পানে।।