বাইছি তরী নদীর বুকে থির হয়েছে জল,
নামে ভাটা নদীর জলে পেলাম খুঁজে তল।।
আটকে গেলো নৌকা আমার
চোখে দেখি ভীষণ আঁধার,
মনের মাঝে শঙ্কা এলো হারিয়ে ফেলি বল।।
চাইছি আবার ভীষণ করে জোয়ার আসুক ফের,
আজকে নদী চুপ করে রয় দেখিনি আর ঢের।
নৌকা যদি তীরে না রয়
কেমন যেন জাগে রে ভয়,
কেমন করে গাড়বো খুঁটি করছে নদী ছল।।
চেয়ে চেয়ে কেঁদে উঠে আমার গহন হিয়া,
রাখবো কিরূপ নিজের তরী তীরেতে বাঁধিয়া।
ফের আসুক এ উজান ফিরে
আমায় কেবল ব্যথা ঘিরে,
সব হারাবার উছিলাতে ডাকছি অনর্গল।।
তরী যদি না বাঁধিতে পারি তীরের কাছে,
চলে যাবে নিজের তরী নদীর বুকে পাছে।
ফিরতে হবে নিজের ঘরে
সেথায় কন্যা অসুখ ভরে,
দেখি আমার নেই যে রেহাই পুষিনা মন খল।।
আরো ডাকি ব্যাকুল স্বরে উজান ফিরে আয়,
তা না হলে আমার কন্যার প্রাণটা বুঝি যায়।
ফিরতে হবে ঘরে ত্বরা
আছে সেথায় ভীষণ জরা,
তখন দেখি উজান এলো করলো মন কতল।।
দ্রুত ফিরি নিজের ঘরে অসুস্থ মা কাঁদে,
ওষুধ নিয়ে ফিরে আসি ঘরেই অবসাদে।
এসে দেখি উজান মতো
আমার কন্যা সুস্থ কতো,
হাসিয়ে দিলো কান্না মুছি পেয়ে কৃপার ঢল।।
বুঝলাম আমি উজান এসে জাগিয়েছে প্রাণ,
এক বিধাতা দিলেন সকল সুখের মধুর গান।
কতদিনের দুঃখ আমার
এক নিমেষে হলো যে পার,
ভোরে তারে জাগিয়ে তুলি বলি ঘাটে চল।।