বিনির্মিত সভ্যতার চলমান ধারা দেখে ডাকিছে আমায় অগ্নি
কোথায় মানব মন রোবটিক আয়োজন চক্ষের তারাতে ফোটে;
করছে মানুষ আজ যন্ত্রের আলোক দ্বারা তাদের নিজের লগ্নি
ক্ষুদ্র পরিসরে দেখি বৃহৎ অঙ্গার জ্বলে গাড়ি দ্রুত বেগে ছোটে।
ইলেকট্রিক বাহনে ছুটেছে মানুষ আজ নিজস্ব কল্পনা মেখে
ছুটে চলে শশী, তারা হয়েছে মানুষ সারা পাঠায় সুদূরে যান;
পারমানবিক বিশ্ব করিতেছে পৃথ্বী নিঃস্ব উঠেছে মানুষে চেখে
তাই হাঁসফাঁস করে মানুষে কৃত্রিমে চলে কাঁদে মানুষের প্রাণ।।
নেই সেই প্রাকৃতিক জোয়ার ভাটার খেলা শুকিয়ে চলেছে নদী
হয়তো মানুষ পারে গড়িতে কৃত্রিম নদী তবু যে তফাৎ রূপে;
হবেনা ধাতার দান সমতুল্য লোকে জানি যা করুক নিরবধি
তাই আমি দেখি সব সভ্যতার বিবর্তন হয়ে থেকে আজ চুপে।
হয়তো একদা সবি মুছে দেবে অকৃত্রিম এই জগতের মুখে;
নিষ্পাপ পৃথ্বীর ছায়া কল্মষে ভরবে জানি আধুনিক হয়ে সুখে।।