বিমূর্ত সব ভাবনা আমায় উজাড় করে টানছে কাছে,
মূক হয়ে রই পৃথ্বীর বুকে প্রকাশে কি সবার পাছে।।
কোথায় যেন হারিয়ে গেলো    যার লাগি সব এলোমেলো
সে থাকেনা আমার নিকট তারে কিছু বলার আছে।।
সদ্য প্রসব হাতীর মুখে দাঁত থাকেনা আছে যে শূর,
আমার হালে আমি হাসি হাতীর সনে মিলেছে সুর।
জগত আমার কাছে নতুন      পাইনি আমি বাঁচতে যে গুণ,
শিখছি শুধু আঘাত পেয়ে দুঃখ এসে আমায় বাছে।।
ইন্দ্রজালের মায়া আমায় টেনে নিয়ে দেখায় ফাগুন,
তারে আমি সত্য ভেবে পোহাই প্রাণে কঠিন আগুন।
পুড়তে পুড়েতে হবো সাঁচি         উঠবো আমি প্রবল নাচি,
ভাবছে যারা এসব কথা পুড়ুক তারা আমার আঁচে।।
ভাবনা আমার বিমূর্ত হায় তারে কেন সত্য ভাবি,
লোকের কাছে বলি আমি ভাবনা করে অলীক দাবি।
তবু তারা এসব নিয়ে          ভাবছে আমার অলীক দিয়ে,
যা পারিনা প্রাণের মাঝে তা এসে যে মেতে নাচে।।
আজ বুঝেছি স্বার্থ ছাড়া ভাবনা আমার খেল দোলা,
মানুষ জানি স্বার্থ ছাড়া দেয়না হৃদয় আধো খোলা।
বিমূর্ত সব ভাবনা আমার       দেখে নিজের অকূলপাথার,
নিঠুর ভুবন মাঝে আছি ভাবনা নিয়ে পরান বাঁচে।।