প্ররোচিত বেদনায় প্রতারিত ফাল্গুনের ফুল আমি দেখি আজ মেখে
প্রেমের কথা যে সব ধূলিসাৎ হয়ে যায় ঝরে পড়া বকুলের মতো;
তবুও বিকোয় ঘ্রাণ রেখে কিছু অভিমান উঠেছে আমার প্রাণ চেখে
সেই ঘ্রাণে আজ বুঝি প্রেম হলো নিজ পুঁজি করেছে পরানে শুধু ক্ষত।
ফাল্গুন এসেছে বলে আমার জীবনে আজ যৌবনের বান যে উথলি
আকাশের নক্ষত্রের মতন আমার প্রেম হৃদয় আকাশে উঠে জ্বলি।

কে যেন পিছন হতে ডেকে বলে নিজ ক্ষতে এসো
ভালোবাসা ছাড়া কি বা এসেছে বিজয় আর মানুষের প্রাণে;
ফাল্গুনের দিকে চেয়ে বলে সে "আমাকে ভালোবেসো"
অবাক চোখেতে দেখি অচেনা রমণী আজ মেতেছে প্রণয় নিজ দানে।
ফেরাতে পারিনি আমি ফাল্গুনের প্রচারণা মেখে কথা আমি শুধু বলি;
তার মুখে চেয়ে দেখি ভালোবাসা খেলা করে দু'চোখ উঠেছে তার জ্বলি।

কাছে যাই বলে উঠি নিজের বিফল কথা তারে বলি "ওগো বিদেশিনী
কেন বা এসেছ এই বিফল প্রাণের তরে আজি";
উচ্চারণে জাগে গান তার কণ্ঠে ফোটে তান করে রিনিঝিনি
ধরেছে সে নিজ প্রাণ বাজি।
ফাল্গুনের পলাশের সোনালী আভাটি মেখে কাছে আসে আজ সে উছলি;
তখন দেখেছি তার দু'চোখ সলিলে ভার ভালোবাসা উঠেছে যে জ্বলি।

প্ররোচিত বেদনাকে আজ আমি বলি তাই ছুটে যেতে আর
লাগবেনা সেই স্মৃতি পুরানো অতীত মুছে ফিরে আসি আমি তার কাছে;
তখনি আকাশে দেখি নামে বেগে সাঁঝের আঁধার
তার কানে বলি আমি "আমারও যে কিছু কথা আছে"।
সবুজ ঘাসের দেশে বলি তারে ডেকে ডেকে "আমার প্রাণের ফুল কলি";
তখনি হেসেছে মুখ রোমাঞ্চিত সেই সুখ আমার দু'চোখ উঠে জ্বলি।