বিচ্ছুরিত অন্ধকারে একটি আলোর কণা বয়ে বয়ে চলে,
ভেঙে হবে খানখান অন্ধকারের ভেতর চৌচির সহজে;
অথচ ইশারা নাই এখনো আসেনা তাই সবি হবে দ'লে
হয়তো সে মহাকাল খুঁজিছে নিজের তাল দ্যুতি তাঁরে ভজে।
এদিকে চলিছে সবি নিয়মের হেরফের বেহেস্তে যে নাই
ফেরেস্তারা মশগুল নিজের জিকিরে সবে পেতে বিধাতারে;
তখনি হুকুম আসে আলোকের কণা ভাসে ফেটে পায় ঠাঁই
সকল আলোর কণা তুলেছে নিজের ফণা আঁধারের দ্বারে।।

হলো সবি জগতের বুকে নেমে আসে দ্যুতি ধীরে ম্রিয়মাণ
মহাকাল ধরে ক্ষয়ে নিজের সকল তাপ হয়েছে এ পৃথ্বী;
এমন করেই আজ পেয়েছি আমরা ভবে আমাদের প্রাণ
এমন সমীর মেখে বিধাতা দিলেন এঁকে আকাশের তিথি।
বিজ্ঞানীরা শুধু দেখে সকল থিওরি মেপে জানে নাই ঠিক;
আমার বেদন দ্বারা দেখেছি সকলি সারা জ্বলিতেছে ঋক্ষ।।