সকল ভাতি চোখে ফোটে  ফোটনা আর তুমি,
চলার পথে রঙ বেরঙের   ভাতি রাঙায় ভূমি।।
জ্যোতির্ময়ের জ্যোতি রেখা        দিলে সকল ভাতি শেখা,
আঁধার আঁধার নামে যখন নামে যে মৌসুমী।।

বুঝতে পারি দ্যুতির আলো  আঁধার দিলে বলে,
চলি আমি আলোর পথে  সকল আঁধার দ'লে।
দেখতে তোমায় ব্যাকুল থাকি    কত রূপে তোমায় আঁকি,
আসল তুমি কোনবা রঙের   সাদা না কুসুমী।।

কুণ্ঠা আমার যাবে নাকো   আদৌ মলিন গানে,
তোমার রঙে সুর মেলাতে  আমায় তুমি টানে।
তোমার ভাতি অন্য রকম      বুঝতে পারি আমি যে কম,
যেটুক আমি বুঝেছি হে   জেগে নয় তা ঘুমি।।

আকাশ পানে কালোগর্ত শুষে যে নেয় আলো,
সকল আলো মুছে যাবে  রইবে আঁধার কালো।
কেবল তোমার দ্যুতি রবে              রইবে মানব অনুভবে,
অনুভবের চোখেই দেখে  তোমার ভাতি চুমি।।

হয়তো তোমার তারার মতো মিলিয়ে চলা চলে,
দিবস মাঝে তারারা সব    বিলীন থেকে জ্বলে।
তোমার চলা তেমন হলে       দেখবো তোমায় মরণ ছলে,
সাদৃশ্য আর নহে তারার   তুমি তোমার তুমি।।