কেমন করে রাঙাও তুমি এই জগতের কথামালা,
কেমন করে দিলে মেখে এই পৃথিবীর কথ্য আলা।।
ভাবনা ভাবি মনন দ্বারা হয়না তবু ভাবনা সারা,
পারিনা আর মিলাতে হায় ধরে মনে শুধুই জ্বালা।।
নিজের কথা লাগেনা যে আমার এখন চণ্ড ভালো,
লিখতে গিয়ে খুঁজি কথা হারিয়ে ফেলি কথ্য আলো।
শব্দজটের ফলের স্রোতে লিখছি কথা একি পথে,
চাইছি শুধুই নতুন কথা পুরান কথা ভরায় ডালা।।
তোমার মতো কেউ পারেনা ধরতে কথা নানা রঙে,
নিতি তুমি সাজাও বাণী শুনছি সকল নানান ঢঙে।
কেমন রূপে পসরা তুমি কথার জালে দিলে ভূমি,
আজ মনে হয় গানের কথা হলো বুঝি ভবে ঢালা।।
এতো কথার স্রোতে আমি হারাই নিজের কাব্য কথা,
লিখতে গেলে আসে শুধুই পুরান কথার ধ্বনি তথা।
তোমার তানে গান বাঁধিতে সাধ জেগেছে ওহে মিতে,
উৎস তোমার যেখান হতে সেখানে যে বাঁধা তালা।।