মারের দমে পুড়ছে পৃথ্বী কোথায় তোমার দম,
চোখে আমি দেখছি শুধুই উষ্ণতার এক যম।।
তোমার দমে বাতাস শীতল মারের দমে পৃথ্বী অচল,
ফেললে তুমি তোমারই দম বায়ু যে চমচম।।
তোমার দমে ফাগুন আসে ফুল ফুটেছে সারি,
মারের দমে গ্রীষ্ম আসে জ্যৈষ্ঠ দিলাম পারি।
কোকিল জানায় তোমার কথা তাতে জাগে ব্যাকুলতা,
চাইছে শুধু জীবন মাঝে তোমার দম অধম।।
আমার দমে আছে কেবল আমার দীর্ঘশ্বাস,
আমি তোমায় ডেকে ডেকে ফেলছি বারোমাস।
আশার বাণী মনে বুনি চলছে বয়ে আশার ধুনী,
তোমায় নিয়ে নিরাশ হবো নও হে তুমি কম।।
ফাগুন ভবে আসে যখন বুঝতে পারি ভেবে,
তোমার দমের মধুর সে ঘ্রাণ আসে বেহিসেবে।
নিজেকে তাই লাগে সুখী প্রাণের পুলক কোথা রুখি,
সুখের স্রোতে তোমার দমে হলাম হে আনম।।