তোমায় দেখার বাসনা আজ
                দিলো আমায় কেবলই লাজ;
চলতে পথে থামি
        চিনেছি আজ তোমায় ওহে এইতো আমার আমি।

সমুখ দেখি ফাঁদ
                নামে আমার চোখে, মনে দেখার অবসাদ;
পার হবো যে আশা জাগে
        আমার হৃদয় তোমায় মাগে
কেমন করে দেবো পাড়ি বিশাল ফাঁদের পথ
                        দেখিনা আর তেমন কোন স্রোত;
তবু আমি ছুটতে থাকি
        ফাঁদ দিয়ে যে তোমায় আঁকি
সাবধানে আজ চলছি আমি
                ফাঁদের বুকে আমি নামি।

চড়তে গিয়ে বুঝতে পারি
                চড়তে হবে চড়তে নারি;
খুঁজি ফাটল খাদের দেয়াল
        করছি আমি আজকে খেয়াল
নিগূঢ় পথের মাঝে
                        চলতে পারি না যে;
তবু সকল চড়াই পেরোই আজকে আমি বেগে
        দিবস, রাতি জেগে।
অবশেষে দেখি আমি ফাঁদের আরেক পার
                সুখের স্রোতে আসে মনে প্রবলে জোয়ার।

পিছন পানে চাই
        দেখি আমি আবার সে ফাঁদ মনে পুলক পাই;
সমুখ আমি চলতে থাকি
                তোমায় আমি আর না ডাকি
সুখের স্রোতে ভেসে
        ভুলি তোমায় সহজ বলে পথকে ভালোবেসে।
চলতে চলতে বুঝিনা আর ফিরে
                আবার দেখি সমুখে ফাঁদ ঘিরে;
এবার তোমায় বুঝি
        তুমি দিলে আমায় শুধুই দীক্ষা আমার পুঁজি।

আবার আমি ফাঁদে নামি
                আমার আবার নামে যামী;
পেরোই সে ফাঁদ তোমায় ডেকে সকল ব্যথা সয়ে;
                                স্বেদ চলেছে আমার দেহে বয়ে।
অবশেষে আবার আমি ফিরি
                দেখি আমি ফাঁদের সমুখ সিঁড়ি;
ফিরে চেয়ে দেখি আমি ফাঁদ করেছি পার
        মুছে সব আঁধার।
এবার তোমায় সুখের স্রোতে আমি ভুলতে নারি;
                গন্তব্য যে আমার চোখে ঝরায় শুধু বারি।

অবশেষে সকল পেরোই আমি
        নামে তখন বিকেল শেষে নিকষ আঁধার যামী।
আসেনি আর ফাঁদ
                কেটে গেছে আমার মনের সকল অবসাদ;
আবার ফিরি পিছে
        যে পথ আমি পাড়ি দিলাম ছিলনা তাই মিছে।
বুঝতে পারি তোমার চাওয়া
                        তাই যে আমার তোমায় গাওয়া;
ফিরি নিজের ঘরে
        আর রেখেছি তোমায় আমি আমারি অন্তরে।