যে'সব পাখি গান গেয়ে যায় সুবহে সাদিক এলে,
প্রদোষ এলে তারা কি আর নিজের পাখা মেলে।।

তখন তারা ছুটে চলে তাদের নীড়ের দিকে,
আকাশ তখন আলো হারায় হয়ে গিয়ে ফিকে,
গোধূলিতে দু' এক পাখি উড়ে উড়ে চলে
নীড়হারা সেই পাখি কেবল খুঁজিছে পথ পেলে।।

মানুষ তেমন আছে জানি যাযাবরের প্রাণে,
মরীচিকা দেখে বেড়ায় পথেরই মাঝখানে।

সাঁঝের তারা তাদের ডাকে বাস্তুহারায় জানি,
পথের দিকে রাত চলে যায় সকল চলে মানি,
জেগে থাকা মানুষ সবে তাদের চলে দ'লে
জীবন তাদের আছে ঠিকি আলয় তাদের ফেলে।।

আবার তাদের ঘরহারা প্রাণ গোত্র চলে মেনে,
মানুষ তাদের হেয় করে সে পরিচয় জেনে।

অনিকেতের কথা কি আর কেউবা আবার ভাবে,
প্রাণ চলে যায় বস্তিতে বা পথেই বেহিসাবে,
তাদের কোলে পথোশিশু জন্ম থেকেই জ্বলে
তাদের গোত্র আসে কেবল তারা ঝরে গেলে।।