প্রভাত থেকে ফুল ফুটেনি প্রদোষে ফুল ফুটলো রে,
রাতের মাঝে ফুলের সুবাস তুমুল বেগে ছুটলো রে।।
সুবাস পেয়ে আপন করা     বাগের দিকে ছুটি ত্বরা,
সেথায় দেখি সকল সুবাস  বাগের বুকে লুটলো রে।।

ঘুমিয়ে যাবো ঠিক করেছি        সুবাস এতো মাগিনি,
কপাল ফেরে সুবাস পেয়ে    শুনছি কিসের রাগিণী।
কে বাজালো অমন গীতি    ভয়ে মনে জাগে ক্ষিতি,
হুঁশ ফিরেনি সকাল হলো ফুলগুলো সব টুটলো রে।।

কুঁড়িয়ে আনি সকল কুসুম   গাঁথবো বলে ফুল মালা,
বাজালো যে মধুর সে গান  দেবো তাঁরে ভোর আলা।
আবার শুনি গীতি বাজে    মালা তুলে ছুটছি কাজে,
আঁখির কোলে পেলামনা রে মনে এসে জুটলো রে।।