সমুদ্রের আবহের গর্জন শুনেছি আমি আমার সে তীরে
উদাসী সাগর যেন জাগিয়াছে বহুকাল দেখে চলি আমি;
ফিরবোনা আজ আর কর্মের তাগিদ মেখে নিজ কর্মে ফিরে
সাঁঝের উদাস বায়ু মন্থর গতিতে চলে দেখিয়েছে যামী।
তখনি হটাৎ কে যে পিছু হতে ডাকে শুনি এসো চলে আজ;
আমায় কর্মের তাড়া দিয়ে চলে সেই লোক করিছে বিরাজ।।
পিছনের পানে আমি ফিরে চাই পুনঃপুন বেগে
দেখিনা কাউকে আর ফিরবো কি ভাবি আমি পিছে;
দখিনা সমীর যেন হটাৎ বাড়ালো গতি মেদুর বাতাস ত্যাগে
লাগে যেন আজ সব মিছে।
মন তবু বলে যেন ফিরে যারে ফিরে যারে আছে তোর কাজ;
আমায় কর্মের তাড়া দিয়ে চলে সেই ধ্বনি করিছে বিরাজ।।
অবশেষে ঘোর ভেঙে ফিরাই নিজের চোখ তরীটির দিকে
কোথায় আমার তরী ভেঙে গেছে খুঁটি তার আজ;
করেছে আমার মন ফিকে
দেখেছি আমার তরী সাগরের জলে ভাসে মেখে ঢেউ কারুকাজ।
ছুটে যাই সিন্ধু বুকে বাঁচাতে আমার রুজি কাঁপে মন ভাঁজ;
আমায় কর্মের তাড়া দিয়ে চলে সিন্ধু দেখি করিছে বিরাজ।।