আমি কিংবদন্তী হতে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
আইনস্টাইন, রবীঠাকুরের সাথে,
আমি এসেছি একই রূপক জগতে
ভ্রমণ পিয়াসী হতে।
আমি রাষ্ট্রনীতি বুঝতে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
শেখ মুজিব বা মাহাথিরের সাথে,
আমি এসেছি একই বিমল ধরাতে
আদর্শ মানুষ হতে।
আমি বিনাশেরি কাজে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
হিটলার কিবা মুসোলিনীর সাথে,
আমি এসেছি একই মূক ধরণীতে
শোষিত মানুষ হতে।
আমি উদারতা মেখে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
হাজী মহসিন, হাতেম তায়ীর সাথে,
আমি এসেছি একই লোভের ভূলোকে
মোহ আবিষ্ট হতে।
আমি ভালোবাসা দিতে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
মদন কিবা সে কিউপিডের সাথে,
আমি এসেছি একই বিরাগ ভূমিতে
ছাপোষা মানুষ হতে।
আমি আনন্দ ছড়াতে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
বিন অথবা চ্যাপলিনের সাথে,
আমি এসেছি একই নিরস মহীতে
অশ্রু সিক্ত হতে।
আমি সত্যবাদী হতে আসিনি
তোমরা আমায় করোনা তুলনা
অজর কিবা আর ঋষিদের সাথে,
আমি এসেছি একই জাল অবণীতে
মিথ্যার শিকার হতে।
আমি ভজতে আসিনি তোমাদের ধরা
আপনাতে আজ দিয়ে যাই সাড়া,
ইশারা করিনি মন্দ কাজে ভবে
পেয়েছি যা দ্বিগুন উৎসবে,
হতে চাইনি জাগতিক মেকি
তবুও চলছি মনকে দিয়ে ফাঁকি।
আমি কৌলিন্যে আঁকিনি মানব ধর্ম
অসিত বা শ্বেত সবই তো চর্ম,
মোচন করিনি কোনো অবদান
দুরিত কর্ম, হীন অনুমান,
হতে চাইনি খাঁচার শকুন্ত
তবে কি এতেই আমার অন্ত।
আমি দর্প করিনি জাত, বিজাতে
উঁচু বা নিচু সবই ধাতাতে,
বড়াই করিনি কোনো শর্তে
জানি লয় আসবে যাব যে মর্তে,
অযথা করিনি কোন অপমান
তবে কি থাকবে জীয়ন্ত মান।
তবে কি আমার আসবে সুক্ষণ
ঊন হৃদয়ের খুব আকিঞ্চন,
নাকি শেষের পথে ফিরতি ফেরা
অসিত ভাগ্যে উদগ্রীব ধারা।
না তা নয় মানুষ আমি
প্রবল বাসনা দিবে আগামী
বিনাশ হবোনা লয়ের আগে
সমরে বিজয় সংশয়ে জানি।
তবুও আমি, আমি যে মানুষ
মনন আমারে করেছে ভিন্ন,
হে জগৎ, হে সংসার
তুমি যতই হও জঘন্য।