আর কতকাল ভাববো আমি  হবে তোমার আসা,
আমার আঁখি পড়বে তোমার আঁখির মুখ্য ভাষা।।
চরাচরের বুকে বসে    জীবন গণিত করছি কষে,
আগমনের আশায় আমার  তোমায় ভালোবাসা।।

বিড়ম্বিত, বিলম্বিত প্রাণের কথাই বলি,
অপেক্ষার এই দুর্বাসনার সময় বয় উছলি।
পারিনা যে একলা একা    বলবো সবি হলে দেখা,
চোখের আগুন নিভে যাবে দেখার স্রোতে ভাসা।।

সোপান বেয়ে চলে যাবো তোমার কাছে আমি,
মাঝখানে তার দাঁড়িপাল্লা বইছে পাপের যামী।
তাই বুঝি হে বাধা আসে    কলুষ বোঝা শুধু হাসে,
চলতে গেলে থমকে দেখি           ভাবী সর্বনাশা।।