পাল ছেঁড়া সে তরী আমার করছি আমি দাবী,
আমার তরীর বুকে তোরা কে কে আজি যাবি।।
চালাই তরী আপন বেগে    এপার ওপার করছি মেগে,
নদীর বুকেই চলছে তরী চলবে জানি ভাবী।।
অদৃষ্ট আজ জেগে গেছে আমার মনের তরে,
তাঁর নীতিতে চলছে তরী আয় করি যে ভরে।
দেবনা যে কাউকে আঘাত    চলে আমার তরী প্রপাত,
নিরাপদে করবো যে পার হবো আর হিসাবি।।
তোরা সকল আয়রে চলে আমার সনে আছে,
বিপদ এলেই হবে সহায় তোদের সকল পাছে।
পাল ছেঁড়া তাই ডাকবি ভরে    চলবি তাঁরে আপন করে,
পার হবি আজ খুব সহজে তাঁরেই মনে পাবি।।
আর যদি না চলিস বেগে তাঁরে ভুলে তোরা,
ছুটবি তোরা অমন তরী লাগাম ছাড়া ঘোড়া।
আসবে শঙ্কা যখন তখন    পাবিনা রে তাঁরে সে ক্ষণ,
পাল তোলা সে তরীর বুকে শুধুই মৃত্যু গাবি।।