গাইতে গীতি আমার নিজের গানে
ইচ্ছে জাগে সকল সময় সুরে,
দিলেনা গান ঢেলে গলার তানে
সেই বাসনা আমার শুধু ফুরে।।
ইচ্ছে জাগে চোখের সমুখ দেখা,
রইবো সমুখ হবে যে গান শেখা,
গাইবো আমি চেয়ে ঐ আসমানে
কেমনে বা যাবো এতো দূরে।।
ইচ্ছে গুলো কেঁদে মরে খুবি
ডুব দিয়েছে ইচ্ছে গুলো বেগে,
তোমায় সমুখ হয়না দেখা ডুবি
তাই আশাটি নিমজ্জিত ত্যাগে।
ভাঙা গলার গান শুনেছে যারা,
শুনে সে গান হেসেই সবে সারা,
লজ্জা মাখি আমার স্বীয় প্রাণে
ছুটি যে গান রাখতে মনে পূরে।।
লিখার সময় কমেনা যে কথা
এখন আমার সুরে হলো ক্ষিতি,
জোর কি করে লিখেছে কেউ তথা
মনের সঞ্চারণেই আসে গীতি।
তুমি আমার সঞ্চারণের বাণী,
তোমায় নিয়ে লিখি গীতি খানি,
গান দিয়েছ সুর দিলেনা কানে
তাই যে গীতি আসেনা মনপুরে।।
জানিনা কার গলা চলে সেথা
যেথা তোমার সভা চলে জোরে,
জানিনা আর আমার কণ্ঠ কথা
চলে কি না তোমার সভায় শোরে।
তবু নিজের কণ্ঠ শুনে বুঝি,
আসেনা সুর তাই যে আমি যুঝি,
হয়তো আমার সুর চলেছে বানে
যেথায় তোমার আসন চলে ঘুরে।।