বিনা তারে বাজবে বীণা এই যদি হয় মনের আশা,
তবে জানি বুঝতে হবে এই পৃথ্বীতে ধাতার ভাষা।।
সকল কিছুর লাগে ঘটক আপনা হতে রয়না ফটক,
রুদ্ধ করে দিতে যে হয় আগলখানি রুখতে খাসা।।
মানব মনের চাওয়া আছে বিভ্রম কিবা সত্যিকারে,
মানুষ কেবল ছোটে পিছে পেতে আলো অন্ধকারে।।
যদি না আর চাওয়া শেষে পাওয়া না হয় ভালোবেসে,
চেষ্টা তবে বিফল হবে রইবেনা টান ভালোবাসা।।
এক বিধাতার বাণী আসে যেন ছাড়া তার সে গীতি,
বীণা বাজে তার ছাড়া তাই পৃথ্বীর বুকে নেই সে রীতি।।
তাই যে মানুষ পেতে সবি আঁকে কেবল শ্রমের ছবি,
কাজের দ্বারা মানুষ খোঁজে সফলতা পেতে ঠাসা।।
ধরার নীতি রুখতে হবে পারে কি আর ধাতা ছাড়া,
মানুষ কেবল কাঙাল হয়ে কাজের পিছে করে তাড়া।।
তার ছাড়া যে গীতি না আর মানুষ চোখে ভাসে আঁধার,
গাইতে গীতি লাগে জানি বীণার সে তার সুরে ভাসা।।
প্রেমের বেলা একি কথা মুখ ফুটে হায় বলতে হবে,
কথা ছাড়া এই পৃথ্বীতে প্রেম পেয়েছে কেবা কবে।।
মনে ভাবের কথাগুলো জমিয়ে রাখে মনের ধুলো,
বাতাস ছাড়া উড়বে ধূলি হবে সকল তাই নিরাশা।।
ফুলের চোখে ভ্রমর আসে মধু আছে বলে জানি,
ভ্রমর কি আর ঘরে বসে পেলো আবার মধুর বাণী।।
লাগে ছোটা ভ্রমরকে আজ দেখে চোখে ফুল কারুকাজ,
মধু শোষে ভ্রমর সুখে তাই উড়ে যায় নেই দুরাশা।।
কাজের তাগিদ মেখে মানুষ হলো পৃথ্বীর বুকে সেরা,
আলস্যে হায় কেউ কি করে পৃথ্বী বুকে সুখের ডেরা।।
তাই পেতে সব কর্ম করা লাগে সকল কিছুই হরা,
বিভাবরী চিনতে হবে পেতে জানি আলোর হাসা।।
অলস লোকের অলস মাথা কাজে লাগে কর্ম করে,
মানুষ সকল করতে পারে গড়া ভাঙা আপন ধরে।।
সুরের লাগি গড়ে বীণা গান দ্বারা হায় হৃদয় জিনা,
ধাতাকে আজ চিনে যে জন চিনতে পারে সর্বনাশা।।