চারিদিকে ফসিলের অন্যায় মেখেছে লোকে এই পৃথ্বী দ্বারে
ফেরাউন, নমরুদ এসেছিল পৃথিবীতে ভেঙে মনুষ্যত্ব;
তাই বুঝি মেনে চলে খারাপ মানুষে আজো পৃথ্বী পারাবারে
আছে তারা পানাহারে মানুষের রক্ত আজ মেখে পূর্ব তত্ত্ব।
ভাঙেনি অধুনা সেই ফিরিবার পথ জানি এঁকেছে বিধাতা
ফিরে আসিবার মন্ত্র গড়ে চলে লোকে আজো ফিরাতে সুপথে;
তাই আজো কবি আসে ন্যায়নীতি মেনে চলে লিখে ভরে খাতা
তাদের নিয়ম মেনে চলেছে মানুষে দেখি নীতি মাখা রথে।।

অথচ কুলীন আজো জাগিছে মানব মনে ফেরাউন সুখে
কোথায় সে প্রগলভ; কোথায় সে দুর্নিবার মানুষের বাণী;
চিনিতে পেরেছে যারা তারা আজ হলো তারা নিয়মের ভুখে
পরম্পরা মেনে চলে নীতি যে অধুনা জ্বলে নিজ মনে টানি।
ফেরাউন, নমরুদ যাদের বুকেতে আছে জগতের লোক;
বাকিরা ভুগিছে আজ তাহাদের দ্বারা জানি করে চলে শোক।।