আমাকে আঘাত করে যে মানুষ শুধু চলে সীমাহীন বেগে
তাকে আমি নারী বলি ভাবেনা মানুষ আর আমাকে যতনে;
অথচ আমার চোখে ভাবলেশহীন কথা সদা চলে ত্যাগে
তাই তারে বলি আমি সেই নারীটির চলা চলেছে পতনে।।
আবেগ তাড়িত হয়ে বলছিনা কিছু আমি আছে জমে খেদ;
আমিও মানুষ এক আঘাতে আঘতে আজ জমিয়াছে জেদ।
অবুঝের চলাচলে যে মানুষ ঘাতে রোজ বুঝিয়েছি তারে
আমার চলাতে নাই কোন বিষাদের ঘোর রয়েছে স্বচ্ছতা;
ভারী করে চলে গেছি আমার বেদন শাঁখা নিজ চিন্তাধাঁরে
সকল জেনেও তাই মুছে গেছে সত্যবাণী বলে মিথ্যা কথা।
জমেছে পাপের ভারে তার হৃদয়ের কোণে পঙ্কিলের মেদ;
ভাবেনা মানুষ সে যে চলেছে মিথ্যার সুরে জাগিয়েছে জেদ।।
চলনে সে শয়তান বোঝেনা মনুষ্য প্রাণে কি বা কোলাহল
কথার প্যাঁচাল ঝেড়ে এসেছে আমার মনে অবুঝের বাণী;
বুঝিনা বলেই তারে বুঝিয়েছি এতকাল খোঁজে কি না তল
তার আপনার তানে তবুও চলেছে সে যে নীতি ইতি টানি।
ক্রোধান্বিত হয়ে আমি করেছি সঙ্কল্প নিজ সত্য করে ভেদ;
প্রয়োজনে মুছে দেব সবি মিথ্যার প্রাচীর এ আমার জেদ।।