থাকবো তোমার ছায়াতে
তলিয়ে যাবে সকল আঁধার
তোমার মোহন মায়াতে।।

জ্বালাবো হে পুণ্য শিখা,
হরফ দ্বারা লিখবো লিখা,
রবে তোমার নাম ভূমিকা
আমার মন ও কায়াতে।
থাকবো তোমায় ছায়াতে।।

যদি আসে কেবল বাধা,
বেঁধে নেবো তারে বাঁধা,
জাগাবোনা কোন ধাঁধা
আমার চলার পায়াতে।
থাকবো তোমার ছায়াতে।।

তাও যদি না আসে বিজয়,
করবো গ্রাহ সব পরাজয়,
তোমার পিছে রবো অভয়
লুকাবো না হায়া তে।
থাকবো তোমার ছায়াতে।।