স্বতঃস্ফূর্ত এ প্রাণের বিচ্ছুরণে ছুটে চলি আমি আজ অমানিশা ঘেরে
রজনীর ডাক শুনে আমার মনের মাঝে জগেছে আজকে মৃদু ভয়;
সাঁঝের আঁধার নামে পাখিরা সকলে দেখি তাহাদের স্বীয় নীড়ে ফেরে
সেই জাগানিয়া ভীতি আঁধারের বুকে আসে ডাহুকের ডাকে মেখে রয়
ফেরাবো তাহারে আজ আমার সকল শক্তি শুষে নিল এক প্রজাপতি
প্রেমের বাহন সে যে বয়ে আনে ফুলদলে ভালোবাসা অকৃত্রিম তানে;
হাজার তুফান ভেঙে এসেছে আমার কাছে করেনি আমার কোন ক্ষতি
তাই আজ ফিরে চাই সেই পথে বারেবারে আবেগী প্রাণের নিজ গানে।
অথচ আঁধার মাঝে জ্বলজ্বল করে জ্বলে তার মাখা শত রঙ ডানা
প্রেমের কুটিরে ফিরে জ্বালাই প্রদীপখানি ঝঞ্ঝা মাখা বায়ু আসে বেগে;
নিভে যায় সে প্রদীপ ফিরেছে আঁধার পুনঃ করেছে আমায় যেন হানা
সহসা আলয়ে আসে সেই প্রজাপতি দেখি সকল তুফান আজ ত্যাগে।
তার ডানা মাখা দ্যুতি সাজিয়েছে নিজ ঘর আঁধার কেটেছে সব সয়ে;
কেটেছে আমার ভয় আসে প্রণয় নিশ্চয় প্রজাপতি সাথে রয়ে রয়ে।।