আমাকে উদার করা আকাশের দিকে চেয়ে আমার শূন্যতা পাই
নিজেকে উজাড় করে পেয়েছি তোমায় শুধু আমার মনের তরে;
নিয়তির বেড়াজালে বেঁধেছি তোমায় আমি ফিরে আকাশেতে চাই
কোটি বছরের সেই ফসিল তারার আলো জ্বলে আকাশ সাগরে।
সকল মেনেছি আমি শুধু আকাশেতে চেয়ে ছায়াপথ কাছে ডাকে
নীরব ভাষার খেলা মৌন অন্তরের ভেলা আকাশের পানে ভাসে;
সেই ভেলা আজিকার মন্দ্রিত তরঙ্গ নিয়ে চলিছে অসীম হাঁকে
তাই বুঝি চেয়ে রই ধরা চোখে অনিমিখে নীল আমার আকাশে।।
তোমার সকল কিছু আমার আবার সত্ত্বা চকিত স্মরণে আসে
দুয়ারের পানে আমি দাঁড়িয়ে দেখেছি সব আকাশের নীলিমায়;
ক্ষুদ্র জীবনের বাঁকে কিবা পেয়েছি আমার সেই সব স্মৃতি আসে
তখন আকাশ বুঝি তারকার জ্বলা দ্বারা আমাকে দিয়েছে সায়।
আকাশ কি সায় দেয় বুঝে নেই আমি শুধু দিয়েছ ইঙ্গিত ওহে;
অধুনা আমার প্রাণ তোমার পানেতে ঝুঁকে সহায় বীজন বহে।।