সকলে কি কবি হয় আসলে সহজ নয় যাপিত কালের সবি ধারা
জীবনের গান লিখে জীবনের কথা শিখে হতে হবে কবিতার কবি;
আমায় করেছে প্রাণ তার নিজ অনুদান হয়েছে কবিতা আজ সারা
নিজের কথাতে আমি কবিতার মাঝে নামি এঁকেছি আপন সব ছবি।
যারা করে প্রবঞ্চিত মিথ্যার দেয়ালে লিখে আপনার বাণী মুছে দিতে
তাদের নিকটে আজ চেয়েছি সত্যের বাণী তারা চায় মিছে ভ্রুকুটিতে।
আমাকে কবিতা দ্বারা পরানের উৎসারণ বেগে
করালো অধুনা দাঁড় বিবর্জিত কবি করে;
লিখে চলি তবু আমি; আমি আজ নিজ সুখে আপনার সে আবেগে
আর ভাবি মানুষেরা করে কেন শুধু ঘাত ভাবি সব অবসরে।
খুঁজেছি কবিতা ভবে নিগূঢ়ের কলরবে কবিতার দ্বারা নিজ মিতে;
তবু দেখি কবিদল চেয়ে রয় নিজ পানে বিক্ষুব্ধ করাল ভ্রুকুটিতে।
কবিতা কখনো জানি আনেনি যে মিছে বাণী এনেছে সত্যের বানীধারা
আমিও তাদের মত এনেছি নিজের ক্ষত আর বেদনায়;
তাদের চোখের তরে আমার কবিতা আজ হয়েছে বেদনে খাঁড়া
তবু তারা মিছে বলে কলঙ্কিত করে তোলে দেয়না আমাকে কোন সায়।
কবিতা লিখছি আমি জীবনের রোষানলে আজকের মানুষের হিতে;
তবু দেখি কিছু কবি পাষাণের মিথ্যাচারে তাকায় আমাতে ভ্রুকুটিতে।
আমি জানি আমি জিনা কবিদের সেরা বীণা ভেবে চলি আমি নিজে
আরামের কথা ভুলে নিয়েছি কলম তুলে আজ;
উঠেছি প্রাণের কথা বলে আজ আমি শুধু কবিতার মাঝে উঠি ভিজে
দিয়ে চলে ঘাত শুধু আমারে ওদের মন পৃথ্বী বুকে করেছে বিরাজ।
তবু আমি সমুখের পথ চেয়ে বসে আছি করতে বিজয় সব গীতে;
দিচ্ছে মানুষ আঘাত এসেছে কবিতা সাথ চাই লেখনীতে ভ্রুকুটিতে।