আকাশ পারে ছুটবে মেঘে হবে মেঘের খেলা,
সূর্য আমার স্বপ্ন ভাঙে অমন দুপুর বেলা।।
কড়া রোদে চামড়া পুড়ে স্বেদের ঘাতে সলিল ছুঁড়ে,
গায়ের তরে পারিনা আর রাখতে ভূষণ মেলা।।
রোদের তাপে সন্দীহান এ আমার হৃদয় ছুটে,
আসবে কি আর বরষ এবার পথেই দেহ লুটে।
গাছের ছায়া খুঁজে চলি মন যে আমার নয় উছলি,
তাপের দাহে বোশেখ আসে রয়েছি একেলা।।
মানুষ আমি আছে তাগিদ মেঘের ছোঁয়া পেতে,
দেখি আমি পিচঢালা পথ উঠে কেবল তেঁতে।
পাশে দেখি একটি নদী ডুব দেব বয় নিরবধি,
সেথায় দেখি শুন্যতাতেই বহেনা আর ভেলা।।
শুকিয়ে গেছে সকল কিছুই মাটি ফেটে হাসে,
চাষিরা সব খুঁজছে সলিল তাঁরেই ভালোবাসে।
গান জুড়েছে দেখি তারা রোদের তাপে দিশাহারা,
তখন আমার মনে পড়ে তৃষায় কদম ফেলা।।
ছুটি আমি সমুখ পানে প্রবল রোদের তাপে,
সেথা দেখি বনের ছায়া গাছের আধার চাপে।
ছুটে চলি বনের পথে কে যেন যায় নিজের রথে,
হুঁশ ফিরেছে ধুলোর ঝড়ে কৃষ্ণ মেঘের ঢেলা।।
ক্ষণিক পরে দেখি আমি ঝড়ের প্রবল ঘাতে,
মানুষ যেন স্বস্তি পেলো তাই উঠে যে মাতে।
আম পড়াতে পুলক আসে ঝড়ের ঘাতে সবে ভাসে,
চলছি ছুটে সবার পানে করেনা কেউ হেলা।।