তোমার দ্বারে পেশ করেছি আমার সকল আয়োজন,
প্রাণ ছাড়া আর নেই যে বাকি তা কি তোমার প্রয়োজন।।
দাওনি তুমি আমায় কিছু দিলে আবার মারকে পিছু,
সরল মনের ভাবের মাঝে কলুষ এসে ভরায় মন।।
পারিনা আর রুখতে সকল মার বলেছে লোকের কাছে,
মিথ্যা সনে সত্য জড়ায় কোন নিয়ম না আর বাছে।
বলি ডেকে তোমায় আমি স্বর্গ থেকেই আসো নামি,
এই পৃথিবী তোমার সৃজন ভুলে যে যায় মানুষ জন।।
তাই পেশি আজ তোমার দ্বারে আমার কাব্য খাতাটি,
সেখানে রয় এসব কথা করোনা হে তাই মাটি।
চাইলে তুমি পারো দিতে ভেবে আমায় তোমার মিতে,
আশার সঁচয় করি আমি অন্তর আছে নিমগন।।
যদি আমার পেশের মাঝে রয় হে প্রভু কোন ভুল,
আমার ভুলের দেবো আমি এই পৃথ্বীতে নিজ মাসুল।
তবু ছাড়ো এবার তুমি কল্মষ আঁকে হৃদের ভূমি,
মারের সাথে দিওনা হে আমার কাজের সমাপন।।
আকাশ তারা দেখি আমি রয় বহুদূর চোখে তাই,
কেউ পারেনা ছুঁতে তারা তবু মানুষ দিলো ঠাঁই।
বাঞ্ছনা তাই মাখি আমি চোখের 'পরে এসো নামি,
না বা পেলাম তোমার ছোঁয়া দেখার সুখে দুখ মরণ।।