মন্দ্রিত তরঙ্গ জাগে সুষমা আমার বাগে মাধুরী মিশালো সব ফুলে
শীতের কাঠিন্য ভুলে দম ফেলে সব ফুলে ঝরা দ্রুমে গজিয়েছে পাতা;
কাঁপুনি থেমেছে সবে পথে ছোটে কলরবে পাখিরা গেয়েছে প্রাণ কূলে
তাই শুনে মানুষেরা গড়েছে নিজের ডেরা আজকের বনে গাঁথে কাতা।
এতদিন পাখি ভালে আড়ালে কি আবডালে ছিল জানি শীতের প্রতাপে
লুকিয়েছে নিজ প্রাণ করে মানুষে আহ্বান একটু সূর্যের রশ্মি চেয়ে;
সেই কথা শুনে বুঝি বিধাতা করেছে পুঁজি ফাল্গুনের রূপ মাখে ছাপে
শীতের সে কঠোরতা বলিয়াছে নিজ কথা ধাতার নিকট ক্ষান্তি গেয়ে।।
এসেছে ফাল্গুন আজ দেখছি সে কারুকাজ নির্মোক ফাটেনা দেখি আর
মাখছিনা ভ্যাসেলিন ঠোঁট বাজে সুখ বীণ ফাল্গুন ফাল্গুন আসে বলে;
সেই সতেজতা মেখে দেখেছি আকাশ চেখে বাগের ফুলের রাগ তার
ফুটেছে যে সাদা মেঘ বাড়িয়েছে মনো বেগ চলেনা নীরদ আর দ'লে।
পৃথিবীর বাগে আজ আমার বাগের তাজ মেখেছে সারাটা পৃথ্বী জুড়ে,
ঝরা পাতা সমীরের ভালোবাসা পেলো ঢের ছুটে চলে নিজ গোর খুঁড়ে।।