জীবন এক স্রোতের মতো বয়ে চলা
যার মধ্যে থাকবে ধ্বংসকারী উত্তল ঢেউ
আবার শান্ত নিবিড় জলের ধারা
তবুও আমাদের বয়ে চলতে হবে অনবরত
থেমে যাবার অবকাশ নেই
তবে স্রোতের এই লীলাখেলা
একদিন হয়ে যায় বিলুপ্ত
শুধু পড়ে রয় সেই পুরনো পথ
যেখানে বিচরণ করতো হাজারো প্রাণ
কালের ক্রমান্বয়ে সেখানে বিচরণ করে শুধু স্মৃতিরা
অপেক্ষারত আগামীর বার্তার!