আমি সংজ্ঞাহীন জীবনে খুজে ফিরি নিয়তাত্মা।
যেখানে নিকসকালো মেঘজালে বন্ধ,
অভিস্মৃতিকে আগলে ধরে বেচে থাকা একটি মানুষ।
ক্ষুধাতৃষ্ণা ছাড়াও মানুষ এক কাল্পনিক জগতের চাহিদায় ব্যাকুল।
কাল্পনিক আমি নিজেকেই চিনি না,
মাঝে মাঝে প্রশ্নবোধক চোখে আয়নার দিকে তাকিয়ে থাকি!
খুব ইচ্ছে করে নিজেকে জানতে
আয়নার প্রতিচ্ছবি নয়।
কিন্তু সেখানে উঁকি দিতেই সংশয়।
তার ভেতরে অন্ধকার,
আর অন্ধকারেই বড্ড ভয়।
কথা বলে না কেনো প্রতিচ্ছবি,
অ-সহিষ্ণু হয়ে ওঠে নিস্তব্ধ নীরবতা।
সেটা কি আমি?
নিস্তব্ধতা কথা বলেছিল কবে?