মগ্ন ধ্যান বিমর্জিত জ্ঞান,
শুন্য কালির কলমের মান
অতি সত্তর স্বার্থের টান,
অস্থিরতায় বিরাজমান।
স্বার্থে বিঁধলে চাহে পান
দিয়ে সব অবসান,
এ দিয়ে গড়া কুলমান
টইটুম্বুর স্বার্থে গড়া জান।
ন্যায় কাব্য বধির কান
স্বার্থ হলে খুলে যায় বান,
অদ্ভুত গোত্রের অভ্যুত্থান!
নিয়ামক মাত্র খোদার দান
চলন গতিতে ভুলে যায় প্রাণ,
মিশবে কোথায় এই ঘ্রাণ।
সান্নিধ্যের তরে চেয়ে থাকে মন
সান্নিধ্য পেলে ভুলে যায় ক্ষণ,
এ গোত্রের যে এরূপ ধাপন
স্বার্থ নিয়ে করে যাপন।
স্বার্থহীনতায় পরে কাফন
সাড়ে তিন হাত মাটি হয় আপন!