ঘুণেধরা নীলাকাশ,
এলোমেলো গতিপথে
অন্তহীন ছেঁড়া - ছেঁড়া মেঘ,
ছন্নছাড়া হয়ে ভেসে বেড়ায়
অসহ্য এই শহরে!
পাতাঝরা স্নিগ্ধ বিকেলে
কংক্রিটের রাস্তায় দ্বিধাহীন অনুতপ্ত মন,
এখন শুধু সময়ের প্রতীক্ষাতে।
জীবনের বিবর্তনে কল্পনাতীত আজ মোহাচ্ছন্ন করে!
হয়তো এক নতুন ভোরে,
দ্বিধা-হত হৃদয় ভুলে
সকল প্রতীক্ষার প্রহরের অবসান হবে প্রত্যুষে
সেদিন অনিন্দ্য সুন্দর ধরণি হারাবে, তার আসল স্বভাবে!