অদ্ভুত শহরের মানুষ আমি
অদ্ভুত শহরে আমার বাস,
অদ্ভুততায় মিলিত হয়ে
হয়ে গেছি নির্যাস!
বিশ্বাস হয়েছে বিলুপ্ত
ওয়াদা আছে সুপ্ত,
সবার মত আছে সবাই
জবান হয়েছে গুপ্ত!
অজুহাতে ব্যস্ত শহর
নতুনত্বের কেশ,
রঙ্গিন আশায় বাঁধি স্বপ্ন
বদলানোর এই রেশ!
সময়ের তালে যাচ্ছে সময়,
কেটে যাচ্ছে দিন
পুরান হলে বদলে ফেলি,
ভুলে গিয়ে সব ঋণ!
নিত্য-নতুন বাধি বাসা
সাজি নতুন সাজে,
রক্তমাংসের মানুষ আমি
কোথায় হবে শেষ?