নীল শাড়িতে আজ তুমি নীলাবতী
নীলের গড়নের ওই চোখ যেন কেড়ে নেয় সুতি
নীল নকশায় হাত রাখিয়াছো ভরি
নীলাবতী তোমার রুপে আমি মরি
তাহার সৌন্দর্য সর্বাঙ্গ গীরি
চুল যেন হেমন্তের সুহরি
তাহার মাঝে একগোছা ফুল রাখিয়াছো ভরি
মুগ্ধ আমি দেখিয়া মরি
এ যে সৌন্দর্যের ছরা ছরি
হে রুপসী এ সৌন্দর্যে যেও না হারি
বলতে যাতে না পারে কেউ তোমার চরিত্র ধরি
জানো তো চরিত্র হীনতার ফল
ধিক্কার জানায় সর্ব দল
তবে বিসর্জন কভূ নাহি দিও চরিত্রের
যদি দিতে হয় জান
তবে জীবনটা হারালেও
রয়ে যায় মান!