চার দেয়ালে বদ্ধ শিখা
ডিম লাইটের রশ্নি ছিকা,
ভাভূক মন্তের আত্মলিকা
ঘায়েল করেছে কাতর মিকা।
নিরব ক্ষণে অধিকার স্মৃতি
ভেসে ওঠে হয়ে কালের কৃতি,
ভাবনাবিহীন হয়না মানব গরন
হলেও থাকেনা শৃংখলার চরণ,
তাই ভাবনাকে আজ করেছি বরণ।
চার দেয়ালে বদ্ধ হয়ে করি স্মরণ
কোথা কোথা ভূল ছিলো, কি ছিলো তার কারণ?
কিছু কিছু শুধরে নেই, কিছু হয়না জারন!
চার দেয়ালের এ বদ্ধ শিখা
ভাবায় আমায় আমার রেখা,
অতীত কষলে যায় শেখা
ভবিষ্যতে চলবো কোন রেখা,
চলন গতি কিরূপ হলে?
পুলছিরাত পার হবো ন্যানো নলে!