শীতের মেঘ ধরণী ছুঁয়ে যায় কুয়াশার বেশে
মুচকি হেসে রোদ
আড়ালে তার আলো
প্রাণ ছুয়ে প্রবাহ, যেন রক্ত জমাটবদ্ধ
তবু ফুল, ফল, ফসল
জীবনের আলোরন
তবু তোমার চাদরে মোড়া
ভালোবাসার আলিঙ্গন
পায়ে পায়ে হাঁটবো মোরা শীতল শিশির পিষে