মনের ঘরের জানালা খুলে দেখি :
ফেলে আসা স্বপ্নের রঙ নীল।
আজ ঠোঁটে জমা কথা দিন ফুরিয়েছে
হাতে ধরি পেন্সিল।
আলোয় ভরা এই শহরে তোমার জন্য পদ্য লিখি,
হাত বাক্সের জমা চিরকুটে ফের তোমাকেই দেখি।
মুক্তোর মতো স্মৃতির দানা তুলে নিও খুঁটে খুঁটে,
তোমার আমার প্রেম বন্দী থাকুক জমানো চিরকুটে।