যাবেনা বদলানো (ফোক গান)
তাকধিনা ধিনধিন, আজ গান গাওয়ার দিন
ঢাকগুড়া গুর গুর, বন্ধু ধরো সুর
ছলাত ছলাত নাচ, দেখাও তোমার ভাজ
তোমার রাঙ্গা হাসি, আমার ঝরে দীর্ঘশ্বাস
তোমার খোজে ছুটে, আমি পথভুলে যাই রোজ
তোমার হাতে জীবন দিয়ে করছি সুখের খোজ
তাকধিনা ধিনধিন, আজ সত্য বলার দিন
ঢাকগুড়া গুর গুর, পথ যে বহুদুর
কাহার হাতে নাটাই দিয়ে উড়ছ ঘুড়ি হয়ে
কাহার ঘাটে নৌকা বাধা , জোয়ার গেল বয়ে
পরের নামে ঘর করেছি, মনের ময়লা ধুয়ে
দেহের মাপে জমি কিনেছি, কাটবে জীবন শুয়ে
তাকধিনা ধিনধিন, আজ সত্য বলার দিন
ঢাকগুড়া গুর গুর, পথ যে বহুদুর
মুর্খ্য মনের চাওয়া, যেন মায়ের হাতের মোয়া
শিক্ষিত জন যারা, চাইছে দুধে ধোয়া
আমরা ভবঘুরে, থাকি স্বপ্নপুরে
আহা, যাই বলনা কেন? যাবেনা বদলানো।
তাকধিনা ধিনধিন, আজ গান গাওয়ার দিন
ঢাকগুড়া গুর গুর, বন্ধু ধরো সুর
[বিদ্রঃ সুর করা আছে, কেউ চাইলে গানটা নিতে যোগাযোগ করুন]