শুভ বিদায়
- ৮/৮/২২
বিদায়ের দিনক্ষণ হয়ে গেছে ঠিক
বেজে গেছে বিদায়ের ঘন্টা
এইতো কদিন আগে হয়েছিল শুরু
মনে পড়ে এখনো সে দিনটা
লোকাল বাসটা চেপে, ভার্সিটির গেটে
প্রথমেই যাওয়া এডমিশনে
ক্যাম্পাস চারপাশ, নদীটার আশপাশ
ভালো লেগেছিলো খুব ভিশনে
শুরু হতেই ক্লাস, জুটে গেল বন্ধু
ক্লাস ফাঁকে শুরু হলো মাস্তি
ভার্সিটি এত চাপ! আগে থেকে জানলে
কে মেনে নিত এই শাস্তি!
ভালো লাগা ঐটুকু, দুপুরের আড্ডা
মায়া মাখা ছায়া দিত রেইন্ট্রি
কে কাকে পচাবে, কে যে কার হবে
দিনভর আলোচনা পেইন ফ্রী
হাসাহাসি খুনসুটি মারামারি খেলাধুলা
ঘুরতাম বন্ধুর বাইকে
আর চোখে তাকিয়ে মঞ্চটা ঝাকিয়ে
হই হুল্লোড় ছিলো মাইকে
সামনে পরীক্ষা একথা ভাবলেই
চোখ ভেঙে ঘুম হত জরো
মানিব্যাগে মানি নাই, মাস শেষে যেন তাই
ক্ষুধা ভর করত যে আরো
ঠোঁট কাটা নোটগুলো, মনে হত ফেলে দেই
জোড় করে স্যার দিত উপদেশ
পাশ করে হব বড়, সে আশায় হাল ধরো
এই ভেবে সময়টা ছিলো বেশ
কত ঝর কত বাশ, অবশেষে হলো পাশ
আজ আমি হয়েছি গ্রাজুয়েট
চাকুরীটা ধরব, বিয়েশাদি করব
জানিয়ে দিব ফিক্স হলে ডেট