অনেক দিন হলো হাসি না
অনেকদিন হলো মনে মনে ছবি আঁকি না,
কি করে আঁকব? মনের দরজায় মরিচা ধরেছে।
অনেকদিন হলো কল্পনায় ভাসিনা,
কি করে ভাসব? সব কল্পনাইতো বিষাদময়।
অনেকদিন হলো সপ্ন দেখিনা,
কি করে দেখব? সপ্নইতো আমাকে দেখে হোচোট খায়।
অনেক দিন হলো গান শুনি না,
কি করে শুনব? কথাগুল বেশি জীবন্ত মনে হয়।
অনেকদিন হলো লেখালিখি হয় না,
কি করে লিখব? বিদ্রোহী কলমটাও কাগজকে ভুলে গেছে।
অনেকদিন হলো মন খুলে কথা বলি না,
কি করে বলব? আমি যে তোমাদের মত নই।
অনেকদিন হলো কাঁদতে পারি না,
কি করে কাঁদব? ভাষাহীন চোখ অশ্রু খুঁজে পায় না।
হা হা হা... অনেকদিন হলো, হাসি না