মশা বলে ভেবেছ কি
নেই কোনো মান!
অর্থনীতিতে আমিও রাখি
বিশাল অবদান
আমাকে দমাতে বিদেশ থেকে
কিনে আনো ব্যাং
মারতে আমায় বাতাসে ছাড়ো
বিশেষ মশার গ্যাং
আমায় মারার উপায় খুজতে
করছ বিদেশ সফর
রক্ষা পেতে শরীর জুড়ে
মুড়িয়ে রাখ কাপড়
আমার জন্য কয়েল বিক্রি
বাড়ছে বহুগুনে
ধোয়ায় মরছ নিজেই; তবু
জ্বালাচ্ছ রাত-দিনে
আমার জন্য আমদানি হয়
ইলেকট্রনিক ব্যাট
অর্থনীতির ঘুরছে চাকা
বাড়ছে ট্যাক্স ও ভ্যাট
আমার জন্য মশারী বাজারে
ম্যাজিক হরদম
প্রাইজে আমি নইতো খাটো
সাইজে একটু কম
কত লিকুইড কত কেমিক্যাল
কেউবা মাখছ লোশন
অতি বেগুনি লাইটে মারতে
দেখাচ্ছ কেউ ফ্যাশন
মারতে আমায় দাও মেডিসিন
মেশিন ভর্তি ধোয়া
শব্দ বোমায় নিজেই মরো
আমাকে যায়না ছোয়া
ছোট্ট আমার জন্য দেখ
আয়োজন কত বড়!
পালটে দিচ্ছি অর্থনীতি
আমায় সালাম কর।