মাঠ কিভাবে মানায়?
শহর মানেই ইট পাথরের
উঁচু ভবন খাড়া
রঙ বাহারি রেস্টুরেন্টে
মেতে ওঠে পাড়া,
শহর মানেই ভালো স্কুল
টিফিনে ফাস্ট ফুড
এই শহরের চার দেয়ালে
এভ্রিথিং ইজ গুড
শহর মানেই সিনেপ্লেক্সে
সিনেমা পপকর্ন
সড়ক জুড়ে প্রাইভেট কার
মিষ্টি মধুর হর্ন
শহর মানেই সব বিনোদন
টিকেটে এনজয়,
নিরাপত্তা নিয়ে কারোর
আছে কি সংশয়!
শহর মানেই খেলাধুলায়
আধুনিকতার ছোয়া
খেলতে বসি অনলাইনে
অফলাইনে দোয়া
শহর মানে জ্ঞানচর্চা
শেখার সুযোগ মেলা
গান শিখব, নাচ শিখব
গিটার ও বেহালা
শহর মানেই ব্যাস্ত সময়
সবাই যে যার তরে
পার্কে, মাঠে কিসের আলাপ
পার্টি নিজের ঘরে
শহর মানেই বাগান বিলাস
আকাশ খোলা ছাদ
মাঠের জন্য নেই আবদার
রুফটপে আহ্লাদ
শহর মানেই অঢেল ধনের
উড়ব স্বপ্ন ডানায়
চার দেয়ালের এই শহরে
মাঠ কিভাবে মানায়?
কত কষ্ট করে মানুষ
গ্রামকে শহর বানায়,
বিলাসিতার সেই শহরে
মাঠ কিভাবে মানায়?