যারে পাগলা মনটা তোর
যাচ্ছে যত দূরে
দিন ফুরালে ফিরবি ঠিকই
তুই তোর আপন ঘরে

সময় খুরে মিছেমিছি
এপথ সে পথ ঘুরে
বাড়বে বৃথাই মনের জ্বালা
নিবু নিবু সুরে

আকাশ ছোয়ার স্বপ্ন দেখি
ছেড়া কাথা গায়ে
দোষের কি ভাই বামন হয়ে
চাদে হাত বাড়ালে

আলালের ঘরে দুলাল সুখের
সংগা নাহি ভুলে
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
কোন পাগলের মিলে

শুকনো কথায় চিড়ে ভিজানোর
স্বভাব যত বাড়ে
সুখগুলো সব বাকি পরে
ভবের এই বাজারে

নুন আনতে পান্তা ফুড়ায়
চিরন্তন এই বানী
মেঘে ঢাক সুখগুলো তাও
বাড়াচ্ছে হাতছানি

যারে মন যাবি কত দূরে,
তোর ইচ্ছে ডানায় চড়ে
মন যাবি কত দূরে
চল হইযে ভবঘুরে