কবিতাঃ হাতাহাতি

কলমটা আগের মত হাতটা চালাইতে পারে না,
পারব ক্যামনে?
হাত নিজেই চলতে শিখছে
নিজে বেড়ায়, সঙ্গী নিয়া বেড়ায়

অভিমানের চোখে কলমটা খাতার ভাজে,
কলমের হাত আজ তোমার হাতে!