ধার বিড়ম্বনা
১১/২/২২
এমনও মানুষ মিলে
বিপদের দিন এলে
দায়িত্ব আসে দাও টাকা ধার
সওয়াবের এই কাজ
করতে তো নাই লাজ
অনিহা আসে তবুও দ্বিতীয় বার
এমনও মানুষ মিলে,
টাকা-কড়ি ধার দিলে
হারায় গহীন থেকে গহীনে
কখনো বা ভুলেভালে,
যদি তার দেখা মেলে
ভাব ধরে কেউ তাকে না চিনে!
এমনও মানুষ মিলে,
টাকা-কড়ি ধার নিলে
মোবাইলটা করে দেয় সুইস অফ
যদিও সে ফোন খোলে
শালি তার ফোন তোলে
'দুলাভাই ঘরে নাই' মারে ঢপ
এমনও মানুষ মিলে,
টাকা-কড়ি ধার দিলে
নিজেরই চাইতে লাগে লজ্জা
অথচ যে নিল ধার
চলাচলে দেখি তার
ফুটে আছে জমিদারি সজ্জা!
এমনও মানুষ আছে
টাকা-কড়ি রেখে কাছে
ফেরত দেয়ার নামে উদাসিন
অথচ সময়মত
দিয়ে দিলে ধার যত
দু'জনেরই জন্য তা শুভদিন
এমনও মানুষ মিলে,
টাকা চাইতে গেলে
নতুন করে চেয়ে বসে আরো
এই জ্বালা কার সয়
চাইতেও লাগে ভয়ে
এ বিপদ হয়না যেন কারো
হয়ে তাই বাধ্য
যতটুকু সাধ্য
সময়টা দিতে হয় বাড়িয়ে
এভাবেই বহু ধার
খবর থাকেনা আর
চিরতরে কিছু যায় হারিয়ে।