ঠিক এভাবে না গেলে
    হয়ত আর কোনো দিন যাওয়াই হবে না ...
কেন যে সহজাত সহ্যমুখ
শিরায় শিরায় শিরশিরে মোহঝিল-খালবিল
মগজ ভরা বঞ্চনার অনুভুতি !
পালিয়ে নয় ,
এমনিই রাস্তার মাঝখানে ...
দুদিকেই পথ ।
    কোনদিকে ভূল , কোনপানে মুক্তসুখ ?!
মাথার ওপর নীল ফনা
  চোখের পাতা একটুও নড়ে না
      এই তো আমার ভবিতব্য ।
কোন এক দিক আমার জীবদেহ ভেবে আঁকড়ে ধরেছি ...
  এই তো আমার অতীত , চলমান ।
        
তবে হ্যাঁ , জানে
   দিবাকর জানে
   জানে আরো একটা নতুন প্রজন্ম
   জানে সে কুয়শার ধারে যার বাড়ি
   জানে খাপছাড়া ফয়সালা
আদর্শ গ্যাস থাক বা না থাক
   ওর থিওরীর প্রয়োজন ছিল
       আছে , থাকবে ...


পুনশ্ : লেখাটা আমার আঠারো বছর বয়সের , ২০০৯ এর একটা ডায়েরী থেকে আজ সকালে পাওয়া । কেন জানি না ডায়েরীটা পড়তে পড়তে মনে হয়েছে আমি বোধয় আমার সেই ইসকুল-বয়সে আমার কলেজ-বয়সের শুরুতে  একটু ভালো লিখতাম এখনকার চেয়ে ।