এইতো সেদিন ...
চেনা মুখোশে মোড়া বিকেল
কত কথা... কতজলে জমাট বাঁধা স্বপ্ন
উড়িয়ে দিয়েছি আদর্শ গ্যাসের মত
দু-চোখে দু-ডানা ছোঁয়ার ছোয়াচেঁ... ।
কত ধারালো ইচ্ছা , আকাশ-পাতাল ভাসানো দু-চোখ
কপলকে স্থির
তোর ডানায় ভেসে একলা হয়েছে ।
...মিলনে যদি আমাদের মেয়ে আসত
ওর ঘুমন্ত মুখটার মত মনে হত
আমার সাদা বরফে জমাট বাঁধা স্বপ্ন গুলো ...।
সে বরফে ফাটল ধরেছে
দু-ডানা উড়ে গেছে , ফোঁটা ফোঁটা ঝরেছে পায়ে পায়ে
তোমার চলে যাওয়ার পিছু পিছু ...।
দোষ দিতে পারিনি...
আদর্শ গ্যাসের থীওরি যখন আছে
কি করে মানি তুমি নেই !