(১)
কিছু শব্দ বেঁধে দিয়েছে
                গ্রন্থি ...
উচ্চারণের গন্ধে ক্ষরণ হয় !
কিছু স্বপ্ন মেঘ ছু্ঁয়ে ছুঁয়ে
       আমার চুল টেনে ঝাঁকায় ।
জোয়ার হোক কিংবা ভাটা
    এঁকে বেঁকে চলে পানি ...
আমি শুয়ে রইলাম চিত হয়ে
সমস্ত বাঁকে বাঁকে... ঢেউ ভাসিয়ে নিল
আমি বাঁকা চিনিনি, চিনতে চায়নি কখনো...
উদাম বুক পেতে কবে জড়াবে তুমি!
খুব বেশি হলে যে  পরে থাকবে
                       সে কবিতা...
কিছু কবিতা কথায় কুলায় না ,
                  কিছু কথা কবিতায়
ঢেউ বেঁধে দিয়েছে গ্রন্থি
      মেঘে মেঘে শব্দ অনুরনন খোঁজে
উদাম বুক পেতে কবে জড়াবে তুমি !
(২) (বাচ্চা)
এই সমস্ত ছবিতে জেগে উঠি সন্ধ্যেই
এমন দিনে রাত যত দ্রুত নামে তত ভালো
ঘুম না আসুক কম্বলে লুকিয়ে পালানো যাবে ...